
বিবৃতিতে বলা হয়, ২৩ জানুয়ারি উত্তর ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের পোশাক ও ঘটনাস্থলের মাটি পরীক্ষা করে উচ্চ মাত্রার ক্লোরিন গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
যদিও তাদের এমন দাবি সম্পর্কে আন্তর্জাতিক কোনো সংগঠনের কাছে এখনো কোনো তথ্য নেই।
উল্লেখ্য, ক্লোরিন এমন একটি গ্যাস যা শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় রাসায়নিক অস্ত্র হিসেবে এই গ্যাস প্রথম ব্যবহার করা হয়। পরে ১৯৭৭ সালে রাসায়নিক অস্ত্র সম্মেলনে যুদ্ধক্ষেত্রে এ অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়। সূত্র: রয়টার্স