‘সুযোগ’ কাজে লাগাতে মরিয়া মিসবাহ

SHARE

misbah14সামনে আর মাত্র একটা বাধা৷ সেটা টপকাতে পারলেই পাকিস্তান পাবে শেষ আটে পৌঁছানোর ছাড়পত্র৷ ‘ডু অর ডাই’ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টের পরের ধাপে ওঠার ‘সুযোগ’ কিছুতেই হাতছাড়া করতে চান না মিসবাহ-উল-হক৷ আর তাই সতীর্থদের জয়ের ধারা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন পাক অধিনায়ক৷

বিশ্বকাপের শুরুতেই ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান৷ দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে ফের প্রাণের সঞ্চার ঘটে পাক শিবিরে৷ মিসবা বলছেন, ‘টুর্নামেন্টে নতুন করে জীবন ফিরে পেয়েছি আমরা৷ এটা আর নষ্ট করা যাবে না৷’ বিশ্বকাপের পরই শহিদ আফ্রিদির মতো একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন মিসবাহ৷ শুধু শেষ আটে পৌঁছানোই নয়, কেরিয়ারের শেষ বিশ্বকাপ ট্রফিটা নিজের দেশে নিয়ে ফেরাকেই এখন টার্গেট করেছেন তিনি৷ এককথায় ১৯৯২-এর সুখস্মৃতির পুণরাবৃত্তি ঘটাতে চান তিনি

বলছেন, ‘আর ঠিক চারটে ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হওয়া যাবে৷ তারই প্রথমটা আয়ারল্যান্ডের বিরুদ্ধে৷ সেদিকেই পুরো ফোকাসটা রাখতে হবে৷ এখনও পর্যন্ত বোলাররা ভালো পারফর্ম করেছে৷ এবার ব্যাটসম্যানদের পালা৷’

আয়ারল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের হাতে চাঁদ দিয়েছে ধোনিবাহিনী৷ অন্যদিকে তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা চওড়া করে ফেলেন আইরিশরা৷ রবিবাসরীয় অ্যাডিলেডে আয়ারল্যান্ডকে শুধু হারালেই হবে না, বড়সড় ব্যবধানে জিততে হবে৷ তবে অতীত বিশেষ স্বস্তি দিচ্ছে না আফ্রিদিদের৷ ২০০৭ বিশ্বকাপে আইরিশদের কাছে হারতে হয়েছিল তাদের৷

আত্মবিশ্বাসী অধিনায়ক বলছেন, ‘ওটা আট বছর আগের কথা৷ সেসব এখন অতীত৷ তবে আয়ারল্যান্ড ভালো দল৷ ব্যাটিংটা ওদের শক্তি৷ ওদের হারাতে নিজেদের সেরাটা দিতে হবে আমাদের৷’