১৯৯০ সালের পর থেকে বাংলাদেশে গণতন্ত্রের কবর হয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
শনিবার সকালে রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, ১৯৯০ সালের পর থেকেই দেশের গণতন্ত্রের কবর হয়েছে। কোনো সংসদেই বিরোধী দল তাদের যথাযথ ভূমিকা পালন করেনি। জ্বালাও-পোড়াও হয়েছে, মানুষ মরেছে। কিন্তু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি।
দেশের রাজনীতিকরা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছেন দাবি করে তিনি বলেন, সবাই সরকারের আসনে বসতে চায়। সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করেনা।
সাবেক স্বৈরশাসক এরশাদ বলেন, বর্তমান সংকট নিরসনে জাতীয় পার্টি সবার সঙ্গে আলোচনার যে উদ্যোগ নিয়ে ছিল তাও ব্যর্থ হয়েছে। কারো সাড়া পাওয়া যায়নি।
এ সময় অন্যদের মধ্যে তার ছোটভাই জিএম কাদের, রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এস এম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।
তৃণমূলে জাতীয় পার্টিকে আরও সু-সংগঠিত করতে চারদিনের ব্যক্তিগত সফরে রংপুর এসেছেন তিনি।
এ সময় সদর উপজেলার পাঁচ ইউনিয়নে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এরশাদ