আইএস সন্দেহে স্পেনে আটক ৮

SHARE

arrest23ইসলামিক স্টেটের আট সন্দেহভাজন সদস্যকে আটক করেছে স্প্যানিশ পুলিশ।

গণমাধ্যমের খবর অনুযায়ী পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে বার্সেলোনা, গিরোনা, রিয়েল, এবং আভিলা থেকে স্পেনের এই আট নাগরিককে শুক্রবার ভোরে আটক করা হয়।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, স্পেনে হামলার পরিকল্পনা করছিলো তারা।

এছাড়া, ইরাকে এবং সিরিয়ায় যুদ্ধের জন্যও তারা স্পেন থেকে কর্মী সংগ্রহের চেষ্টা করছিলো। জানুয়ারিতে ফ্রান্সের রম্য পত্রিকা শার্লি হেবদোর কার্যালয়ে হামলার পর থেকেই স্পেনে জঙ্গি তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

স্পেন থেকে এ পর্যন্ত মোট ২১ জনকে আইএসের সাথে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হলো।