বিচারককে গ্রেফতারের অভিযোগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
দ্রুত ও বিতর্কিত বিচারে তিন বিচারকের প্যানেল শুক্রবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক প্রেসিডেন্টের এ দণ্ডাদেশ দেয়।
অভিযোগ করা হয় ২০১২ সালে অবৈধভাবে এক বিচারককে গ্রেফতারের আদেশ দেন তিনি। যদিও নাশিদ এ অভিযোগ অস্বীকার করেছেন।
তার সমর্থকরা জানান ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিন আব্দুল গাইয়ুম এর প্রতিদ্বন্দী হিসাবেই তাকে মামলায় জড়ানো হয়েছে। নাশিদের আইনজীবীও জানান আদালতে মামলার যুক্তি খণ্ডনে যথেষ্ট সময় দেয়া হয়নি।