সিরিয়ার সুলেমান শাহ-এর দুর্গ দখল নিয়ে সেখানে রয়ে যাওয়া তার পরিবারের বাকি সদস্যদের তুরস্কে ফিরিয়ে নিয়ে গেছে তুর্কি সেনারা। শুক্রবার যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও ড্রোনসহ ভারী যুদ্ধাস্ত্র নিয়ে ওই দুর্গের দখল নেয় তারা।
সিরিয়ায় আইএস জঙ্গিদের ঘাঁটির ঠিক মাঝামাঝি এই এলাকার দখল নিতে প্রায় মাস খানেক আগে সেনা অভিযান শুরু করে তুরস্ক। সিরিয়ার মাটিতে তুরস্কের এই সেনা অভিযানকে সীমাহীন আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে দেশটির সরকার। তবে তুরস্কের দাবি, সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে দেশটির আইন ও নিরাপত্তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এদিকে সিরিয়ার আলেপ্পো ও দামেস্কে কয়েক দফা বোমা হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এতে হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি গণমাধ্যম। অন্যদিকে ইরাকের তিকরিতকে আইএস জঙ্গিদের দখলমুক্ত করতে ইরাকি বাহিনীর তেমন বেগ পেতে হবে না বলে মন্তব্য করেছেন, দেশটির প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল ওবায়দি।
বৃহস্পতিবার উত্তর বাগদাদের সালাহউদ্দিন প্রদেশে আইএস বিরোধী অভিযান পর্যবেক্ষণ ইরাকি সেনাদের সাফল্যে অভিনন্দন জানান তিনি।