
বুধবার দিবাগত রাতে নগরীর উপশহর এলাকার বাসা থেকে র্যাব সদস্যদের হাতে গ্রেফতার সিরাজুল হক চৌধুরী হেনা (৫০) নওগাঁ সদরের নীন্দইল এলাকার প্রয়াত এমদাদ হক চৌধুরীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
রাজশাহী র্যাবের কোম্পানি কমান্ডার মির্জা গোলাম সারোয়ার জানান, সিরাজুল হক চৌধুরী হেনা পদ্মা সেতুতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছেন।
তিনি জানান, চাকরি দিতে ব্যর্থ হলে প্রতারণার শিকার পবা উপজেলার মুরারীপুর এলাকার সেন্টু আলীর ছেলে সাজেমুল ইসলাম ভুয়া মেজরের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের ভিত্ততে বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে পাঠানো হয়ছে।