ভ্যানিটি ব্যাগ ছিনতাই মামলায় মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

SHARE

milon12গাড়ি ভাংচুর ও ভ্যানিটি ব্যাগ হতে টাকা ছিনতাই মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী নাজমুন নাহার বেবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আতাউর রহমান এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০০৯ সালের ৬ মে চাঁদপুরের কচুয়া থানায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন ও তার স্ত্রীসহ ৩৮ জন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মো. কলিম উল্যা নামের এক ব্যক্তি।

মামলায় অভিযোগ করা হয়, ২০০৩ সালে ১৬ ও ১৭ অক্টোবর মিলন ও তার স্ত্রী ভ্যানিটি ব্যাগ হতে টাকা ছিনতাই এবং গাড়ি ভাংচুর ও স্বর্ণের নেকলেছ ছিনতাই করে।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় মোট ৩১টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ২০১০ সালের ১৪ মার্চ গ্রেফতারের পর দেড়বছর কারাবাস শেষে ২০১১ সালের জুন মাসে তিনি কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।