ডেসটিনির পলাতক ৪৬ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

SHARE

d2kমাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনির দুইটি দুর্নীতি মামলায় পলাতক ৪৬ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই নির্দেশ দেন।

গত ১১ জুন একই আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারীকৃত ৪৬ পলাতক আসামি পলাতক রয়েছেন মর্মে পুলিশ প্রতিবেদন দাখিল হওয়ায় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই আদালত বিচারকাজ শুরু করবেন।

পলাতক আসামিরা হলেন, ডেসটিনির উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন, ফারাহ দীবা, সাঈদ-উর-রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, জমশেদ আরা চৌধুরী, ইরফান আহমেদ, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, জসিমউদ্দিন ভূঁইয়া, এসএম আহসানুল কবির, জুবায়ের হোসেন, মোসাদ্দেক আলী খান, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, আজাদ রহমান, মো. আকবর হোসেন সুমন, সাঈদুল ইসলাম খান (রুবেল), মো. সুমন আলী খান, শিরীন আকতার, রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, ড. এম হায়দারুজ্জামান, মোহাম্মদ জয়নাল আবেদীন, কাজী মো. ফজলুল করিম, মোল্লা আল আমীন, মো. শফিউল ইসলাম, সিকদার কবিরুল ইসলাম, মো. ফিরোজ আলম, ওমর ফারুক, সুনীল বরণ কর্মকার ওরফে এসবি কর্মকার, ফরিদ আকতার, এস সহিদুজ্জামান চয়ন, আবদুর রহমান তপন, মেজর (অব.) সাকিবুজ্জামান খান, এসএম আহসানুল কবির (বিপ্লব), এএইচএম আতাউর রহমান রেজা, গোলাম কিবরিয়া মিল্টন, মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, একেএম সফিউল্লাহ, শাহ আলম, মো. দেলোয়ার হোসেন, মিসেস জেসমিন আক্তার (মিলন) ও মো. শফিকুল হক।

অপর আসামিদের মধ্যে এমডি মো. রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, লেঃ কর্নেল (অব.) মো. দিদারুল আলম ও  মো. জিয়াউল হক মোল্লা কারাগারে আছেন এবং একমাত্র আসামি লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে আছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মামলা উক্ত আসামিরাসহ ২২ জনের বিরুদ্ধে দুটি দায়ের করেন। চার চার হাজার ১১৯ কোটি টাকা পাচারের অভিযোগ গত ৪ মে দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার আসামিদের বিরুদ্ধে আদালতে পৃথক ২টি চার্জশিট দাখিল করেন।