ভারতের সহজ জয়

SHARE
Cricket World Cupহ্যামিল্টনে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ ওভার ১ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে ভারত। ৮৫ বলে ১০০ রান করে ভারতের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান।
ধাওয়ান-রোহিতের উদ্বোধনী জুটিই ভারতকে জয়ের পথে এগিয়ে দেয়। দলীয় ১৭৪ রানের মাথায় রোহিত শর্মা যখন আউট হন, তার আগেই ভারতের পক্ষে বিশ্বকাপের সর্বোচ্চ রানের ওপেনিং জুটির রেকর্ড হয়ে যায়।
স্টুয়ার্ট থমসনের করা ২৩ তম ওভারের দ্বিতীয় বলে ইনসাইডেজ হয়ে বোল্ড হওয়ার আগে ৬৪ রান করেন রোহিত শর্মা। ধাওয়ান তখন ৯৬ রানে অপরাজিত। দলীয় রানের খাতায় আর ১৬ রান যোগ হতেই পোর্টারফিল্ডের বলে বিদায় নেন শতরান করা ধাওয়ান।
এরপর বিরাটকোহলি (৪৪) আর অঞ্জিকা রাহানে (৩৩) মিলে কোনো অঘটন ছাড়াই ম্যাচের ফিনিশিং টাচ দেন। শেষ পর্যন্ত ৩৬ ওভার ৫ বলে কাঙ্ক্ষিত রক্ষ্যে পৌছে যায় ভারত।
এর আগে প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৫৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
বিশ্বকাপে পুল ‘বি’ থেকে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ম্যাচটি জেতা দরকার- এমন সমীকরণ নিয়ে মাঠে নামে আয়ারল্যান্ড। টস জিতে শুরুটাও ভালো হয়।
বলের সঙ্গে পাল্লা দিয়ে রান  তুলছিলেন দুই ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড এবং পল স্টার্লিং। ৮৯ বলেই দলের স্কোরে জমা হয় ৮৯ রান। ১৫তম ওভারের শেষ বলে স্টার্লিংকে ফিরিয়ে দেন রবিচন্দ্র অশ্বিন। আর ৩ রান যোগ করতেই অবশ্য সুরেশ রায়নার বলে বোল্ড হয়ে ফিরে যান গত ম্যাচের সেঞ্চুরিয়ান এড জয়েসও।
দলের রান দেড়শর কাছাকাছি নিয়ে মোহিত শর্মার শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পোর্টারফিল্ড। ৯৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেন আইরিশ অধিনায়ক। তারপরও অবশ্য নেইল ও’ব্রায়েন এবং অ্যান্ড্রু বিলবারনির জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল আয়ারল্যান্ড। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন ৫১ রান।
২৪ রান করে অশ্বিনের বলে বিলবারনি আউট হতেই ভাঙন ধরে আইরিশ ইনিংসে। পুল ‘এ’তে চারটি ম্যাচ খেলে ইতিমধ্যে গ্রুপের শীর্ষে আছে ভারত।