৮০ বছর গড় আয়ুর একজন ব্রিটিশ নাগরিক জীবনে প্রায় সাড়ে সাত হাজার প্রাণী খেয়ে থাকেন। এ সব প্রাণীর মধ্যে ১১টি গরু, ২৪০০ মুরগি এবং ৩০টি ভেড়া রয়েছে বলে ভেজিটেরিয়ান ক্যালকুলেটর নামের একটি সংস্থার হিসাবে বলা হয়েছে। খাদ্য তালিকায় হাঁস, গলদা চিংড়ি, স্কুইড, শুয়োর, ছাগল এবং খরগোশসহ ছোট ছোট প্রাণীও রয়েছে।
পরিবেশের ওপর বিরূপ প্রভাব ঠেকাতে গোশত খাওয়া কমানোর জন্য বৃটিশ জনগণকে উদ্বুদ্ধ করার কাজে নিয়োজিত রয়েছে ভেজিটিরিয়ারন ক্যালকুলেটর। অধিক হারে গবাদি পশু পালন করা হলে তাতে বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণ সৃষ্টি হয় এবং নিরামিষ খাওয়া হলে তাতে পরিবেশের ওপর চাপ কম পড়ে বলে দাবি করছে এ সংস্থা।-আইআরআইবি