ডিসেম্বরেই পাক-ভারত সিরিজ?

SHARE

pak varotপাক-ভারত সিরিজ কি শেষ পর্যন্ত বাস্তবায়নের পথে?  সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে এই ডিসেম্বর-জানুয়ারিতেই দু’দেশের মধ্যে ফের অনুষ্ঠিত হতে পারে সিরিজ৷ সোমবার বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে একটি বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান৷ বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর এই বৈঠককে শুধুমাত্র সৌজন্য-সাক্ষাত আখ্যা দিলেও দু’দেশের ক্রিকেটিয় দৌত্যের কথা একেবারে উড়িয়ে দিতে পারেননি৷

সূত্রের খবর, এ-বছরের ডিসেম্বর-জানুয়ারিতে পাক-ভারত সিরিজের ব্লু-প্রিন্ট প্রায় তৈরি৷ সেই সূচি অনুযায়ী, দু’দেশের মধ্যে ২ টি টেস্ট, ৫ টি একদিনের ম্যাচ ও ২ টি টি-২০ ম্যাচ খেলা হবে৷ সিরিজ অনুষ্ঠিত হবে ভারত অথবা সংযুক্ত আরব আমিরাতে৷ নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে এই সিরিজ খেলা হবে না৷

দু’দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই অনুযায়ী. ২০১৫-এর ডিসেম্বর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে ৬ টি সিরিজ খেলা হওয়ার কথা৷ দু’দেশের মধ্যে মোট ১২ টি টেস্ট, ৩০ টি একদিনের ম্যাচ ও ১১ টি টি-২০ ম্যাচ খেলানোর কথা৷

অপেক্ষা সরকারের সবুজ সঙ্কেতের৷ সূত্রের খবর, সব ঠিকঠাক চললে এই ডিসেম্বরেই ফের মুখোমুখি হতে পারে এই-উপমহাদেশের ক্রিকেটের দুই চির-প্রতিদ্বন্দ্বী৷