জেলার খবর শার্শায় বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত SHARE Facebook Twitter যশোর জেলার শার্শায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উপজেলার যশোর-সাতক্ষ্মীরা মহাসড়কের হাড়িখালিতে সোমবার ৪টায় এ দুর্ঘটনা ঘটে। বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেছেন। 📸 Download News PhotoCard (1080×1080)