আয়ারল্যান্ডকে ২০১ রানে হারাল দক্ষিণ আফ্রিকা

SHARE

irland3খেলার ফলাফল প্রথমার্ধ্বেই প্রায় নিশ্চিত ছিল। দক্ষিণ আফ্রিকার ৪১২ রানের পাহাড় ডিঙাতে গিয়ে অায়ারল্যান্ড কতদূর যায়, সেটাই ছিল অপেক্ষার। শেষপর্যন্ত ৪৫ ওভারে অলআউট হওয়ার আগে আইরিশদের সংগ্রহ ২১০ রান। প্রোটিয়াদের জয় ২০১ রানের বড় ব্যবধানে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট নিয়েছেন কাইল অ্যাবোট। ম্যান অব দি ম্যাচ হয়েছেন ১৫৯ রানের ইনিংস খেলা হাশিম আমলা।
৪১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের তৃতীয় ওভার থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। দলীয় ১৭ রানের মাথায় পল স্টার্লিংকে ফিরিয়ে ধ্বসের শুরু করেন শততম ম্যাচ খেলতে নামা ডেল স্টেইন।
এরপর তার সঙ্গে যোগ দেন কাইল অ্যাবোট। পরপর তুলে নেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড, নেইল ও’ব্রায়েন এবং গ্যারি উইলসনকে।
মাঝে এড জয়েসকে ফিরিয়ে দেন স্টেইন।
৪৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত আয়ারল্যান্ডকে শতক পার করান কেভিন ও’ব্রায়েন এবং আন্দ্রে বালবিরনি। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে মিলে যোগ করেন ৮১ রান। ১২৯ রানের মাথায় মরনে মরকেলের প্রথম শিকার হয়ে মাঠ ছাড়েন ৫৮ রান করা বালবিরনি।
পরে কেভিন ও’ব্রায়েনের ৪৮ আর ডকরেল, সোরেনসেনদের ২০ উর্ধ্ব দুটি ইনিংসে দুইশ পেরোয় আয়ারল্যান্ড। অ্যাবোটের চার উইকেটের পাশাপাশি ৩ উইকেট নেন মরনে মরকেল। স্টেইনের শিকার ২ উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৪১২ রানের বিশ্বকাপ রেকর্ড স্কোর দাড় করায় দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের হয়ে হাশিম আমলা ১৫৯ এবং ফ্যাপ ডু প্লেসিস ১০৯ রানের দুটি সেঞ্চুরি ইনিংস খেলেন।