ক্ষমা পেলেন আরও ১০ বিশিষ্ট নাগরিক

SHARE

court26ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে শাস্তি দেওয়ার বিষয়ে বিবৃতি দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালের জারি করা রুলের পরিপ্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আরও দশ জন বিশিষ্ট নাগরিক ক্ষমা পেলেন।

চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার তাদেরকে নিঃশর্ত ক্ষমার আদেশ দেন।

দশ বিশিষ্ট নাগরিক হলেন—ড. আলী রিয়াজ, ড. পারভিন হাসান, ফেরদাউস আজিম, মহিউদ্দিন আহমেদ, ফসটিনা পেরেরা, নূর খান লিটন, ড. সামিয়া হক, শেওতী সবুর, তাসনিম সারা সাহাবুদ্দিন প্রমুখ।

এর আগে ক্ষমা চাওয়ায় আরও ১৪ জনকে নিঃশর্ত ক্ষমা করেছিল আদালত।

একই বিষয়ে বিবৃতি প্রদানকারী বাকি ২৫ জনের বিষয়ে আগামী ১৮ মার্চ শুনানি হবে।

প্রথম আলোয় প্রকাশিত ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের ‍উদ্বেগ’ সংক্রান্ত সংবাদ আমলে নিয়ে ট্রাইব্যুনাল-২ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। একই সঙ্গে সকল বিশিষ্ট নাগরিকের পূর্ণাঙ্গ বিবৃতির কপি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে গত ২৮ ডিসেম্বর দৈনিক প্রথম আলোর সম্পাদককে নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত ২ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে সাজা প্রদান করে আদেশ দেয়। এরপর ২০ ডিসেম্বর দৈনিক প্রথম আলো ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ সংবাদ প্রকাশ করে। একই আদলে গত ২৩ ডিসেম্বর নিউইয়র্ক টাইমস একটি সম্পাদকীয় প্রকাশ করে।

পরবর্তীতে খুশি কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করে নেন।