ফারাবীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন

SHARE

farabi3বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় আটক শাফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।

ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে মঙ্গলবার দুপুর ৩টায় রিমান্ড শুনানী হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলা সুষ্ঠু তদন্তের জন্য ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুব্রত গোলদার এ রিমান্ড আবেদন করেন।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফারাবীকে আটক করে র‌্যাব।

গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে টিএসসির সামনে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বিজ্ঞান লেখক অভিজিৎ রায় (৩৮) ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে (৩০) ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১০টা ২০ মিনিটে অভিজিৎ মারা যান। গুরুতর আহত বন্যা চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে রক্তমাখা দুটি চাপাতি ও একটি স্কুলব্যাগ উদ্ধার করে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন শাহবাগ থানায় অজ্ঞাতসংখ্যক আসামী করে মামলা করেন অভিজিৎ এর বাবা শিক্ষাবিদ ড. অজয় রায়।