একুশের বইমেলা সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে হত্যার তিনদিন পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নাম ফারাবী শফিউর রহমান।
র্যাব মুখপাত্র মুফতি মাহমুদ খান জানিয়েছেন ভোর সাড়ে পাঁচটায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বাস টার্মিনাল থেকে আটক করা হয়েছে
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উল্টো দিকের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কে সন্ত্রাসীরা অভিজিৎএবং তার স্ত্রীর ওপর হামলা করে।
এরপর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় দুজনকে।
হাসপাতালে নেবার কিছুক্ষণ পর মারা যান অভিজিৎ।
পরে অভিজিতের বাবা শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিতকে তার লেখালেখি ঘিরে হুমকি দিয়ে আসছিল জঙ্গিবাদীরা।
এর মধ্যেই গত ১৫ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে ফেরেন।
অভিজিৎ হত্যার পর থেকেই মি, ফারাবীর কিছু ফেসবুক পোস্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলোতে আলোচনায় আসে যেখানে অভিজিৎ রায়ের বিরুদ্ধে নানা ধরণের হুমকিসুলভ মন্তব্য ছিল।- বিবিসি