
রোববার দুপুর ১ টার দিকে রামগতি লক্ষ্মীপুর সড়কের কমলনগরের হাফেজিয়া মাদ্রাসা ও হাজিরহাট দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। এরা হলেন আরিফ হোসেন, মাইনউদ্দিন।
প্রত্যক্ষদর্শীদরে বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে লক্ষ্মীপুর থেকে যাত্রীবাহী একটি লেগুনা রামগতি যাচ্ছিল। হাফেজিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছলে যাত্রী নামিয়ে লেগুনায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে ওই এলাকায় ইটবাহী একটি ট্রাকেও আগুন দেয়া হয় এবং একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।
এছাড়া, প্রায় কাছাকাছি সময়ে কমলনগরের হাজিরহাট দক্ষিণ বাজার এলাকায় আরেকটি লেগুনায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
কমলনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা জানান, এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।