দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

SHARE

weather8টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে  আবহাওয়া অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে।
রোববার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১ মিনিটে। আর সোমবার সূর্যোদয় সকাল ৬টা ২০ মিনিটে।