জিম্বাবুয়েকে ২৩৬ রানের টার্গেট দিল পাকিস্তান

SHARE

pak, zimব্রিসবেনের গ্যাবায় বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ২৩৬ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করে মিসবাহ বাহিনী।

পাকিস্তান অধিনায়ক ৭৩ ওয়াহাব রিয়াজ ৫৪ ও ওমর আকমল করেন ৩৩ রান। এছাড়া হারিছ সোহেল ২৭ ও শোয়েব মাকসুদ করেন ২১ রান।

পাকিস্তানের ইনিংসে প্রথম ৫ ওভারে ৪ রান তুলতেই ২ উইকেট খোয়ায় তারা। এরপর ধীর গতির ব্যাটিং করেও ২০.১ ওভারে দলীয় ৫৮ রানে ৩ উইকেট হারায় মিসবাহ বাহিনী। এরপর আকমল ও মিসবাহ জুটি ৬৯ রান করে সংগ্রহ কিছুটা বাড়ানোর ইঙ্গিত দিলেও ৩৪তম ওভারে দুই উইকেট হারিয়ে আরো চাপে পড়ে তারা।

শেষ জুটিতে ওয়াহাব রিয়াজ সোহায়েল খানকে ৩৩ রানের জুটির সুবাদে দুই শতক পার করেন তারা।

জিম্বাবুয়ের চাতারা ৩ ও উইলিয়ামস নেন ২ উইকেট। পাকিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে।

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে জিম্বাবুয়ে। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারায় তারা। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে জিম্বাবুয়ে।