থিরিমান্নে ও সাঙ্গাকারার শতকে জয়ের পথে শ্রীলংকা

SHARE

thirimলাহিরু থিরিমান্নে ও  সাঙ্গাকারা শতকে ৩১০- এর দিকে সহজেই এগিয়ে যাচ্ছে শ্রীলংকা।

লাহিরু থিরিমান্নে ও তিলকরত্নে দিলশানের উদ্বোধনী জুটিতে এসেছে ১০০ রান। মঈন আলীর বলে ফেরার আগে দিলশানের সংগ্রহ ৪৪ রান।

লাহিরু থিরিমান্নের ও সাঙ্গাকারা মিলে দেদারসে পেটাচ্ছেন ইংল্যান্ডকে।এই মুহূর্তে শ্রীলংকার সংগ্রহ ৪১.২ ওভারে ২৫৭ রান।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ড ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩০৯ রান।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১২১ রান (১০৮ বলে) করেন রুট। তার এই ইনংসটি ছিল ১৪টি চার ২ টি ছয়ে সাজানো।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান মঈন আলী আর বেলের ব্যাটে ভালো সূচনা করেছিল এবারের বিশ্বকাপে বেকায়দায় থাকা দলটি। দশম ওভারে ম্যাথুসের বলে ধরা পড়েন মঈন আলী ১৫ (২৬)। এর আগে উদ্বোধনী জুটিতে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬৩। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৪৯ রান (৫৪)।

অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা, লাকমাল, ম্যাথুস, দিলশান, হেরাথ ও পেরেরা একটি করে উইকেট নেন।

ওয়েলিংটনের এই মাঠেই এক সপ্তাহ আগে মোটে ১২৩ রানেই গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের ইনিংস।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একেবারেই যাচ্ছেতাই অবস্থা ইংল্যান্ড দলের। এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচের দুটোতেই হেরেছে দলটি। মোটে দুই পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানির দিকে অবস্থান করছে তারা। পয়েন্ট টেবিলে ইংল্যান্ডের অবস্থান এমনকি আফগানিস্তানেরও নিচে। টুর্নামেন্টে টিকে থাকতে আজকের ম্যাচে জয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।