লক্ষ্মীপুরে যুবদল নেতা সুমনকে না পেয়ে তার বৃদ্ধা মা শামছুন্নাহারকে (৬০) আটক করেছে পুলিশ। আটকের পাঁচ দিন পরও আদালতে হাজির না করায় উদ্বিগ্ন পরিবার। এ ঘটনায় শনিবার বিকালে লক্ষ্মীপুর শহরের স্থানীয় একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবারের লোকজন। সুমন সদর উপজেলা দত্তপাড়া ইউনিয়নের ওয়ার্ড যুবদল সভাপতি।
সংবাদ সম্মেলনে বৃদ্ধার পুত্রবধূ মনোয়ারা বেগম লিখিত বক্তব্যে বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের দেওয়ানজি বাড়ি এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় সুমনকে না পেয়ে আমার বৃদ্ধ শাশুড়িকে আটক করে নিয়ে যায় পুলিশ। গত পাঁচ দিন অতিবাহিত হলেও পুলিশ তাকে ছাড়ছে না। আদালতে হাজিরও করছে না। এতে আমাদের পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন। আমার শাশুড়ির বিরুদ্ধে থানায় কিংবা কোথাও কোনো ধরনের মামলা বা জিডি নেই। শুধুমাত্র দেবর সুমন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ অন্যায়ভাবে শাশুড়িকে আটক করে নিয়ে যায়। এর আগেও একাধিক বার পুলিশ তাদের বাড়িঘর ভাঙচুর ও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া থানা হেফাজতে তার সঙ্গে দেখা করতে গেলেও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরকে।”
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, “সুমন একজন চিহ্নিত সন্ত্রাসী। তাকে ধরতে পুলিশ একাধিক বার অভিযান চালায় ওই এলাকায়। সুমনের মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।” জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হবে বলে তিনি জানান।