প্যারিসে আল-জাজিরার তিন সাংবাদিক আটক

SHARE

parissফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের হাতে আটক হয়েছেন আল-জাজিরার তিন সাংবাদিক। বুধবার পশ্চিম প্যারিসের একটি পার্ক থেকে আটক করা এই তিন সাংবাদিকের নাম প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, অবৈধভাবে ড্রোন ওড়ানোর অপরাধে এদের আটক করা হয়েছে।

তবে কাতারভিত্তিক সংবাদসংস্থা আল-জাজিরা দাবি করেছে, তাদের সাংবাদিকরা ড্রোন বিষয়ক একটি প্রতিবেদন তৈরির কাজ করছিলেন।
তবে প্যারিসের আকাশে ড্রোন ওড়ানোর বিষয়ে রয়েছে বিভিন্ন বিধি নিষেধ। অনুমতি ছাড়া প্যারিসে ড্রোন ওড়ানো বেআইনি। কিন্তু গত কয়েকদিন ধরে শহরের আকাশে রহস্যময় কিছু ড্রোনের ওড়াওড়ি লক্ষ্য করা গেছে। অজ্ঞাত এসব ড্রোন কে বা কারা এবং কি কাজে উড়িয়েছে  সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা নেই নিরাপত্তা বাহিনীর কাছেও। রম্য পত্রিকা চার্লি হেবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে প্যারিসের নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। এমন অবস্থায় অজ্ঞাত ও অননুমোদিত ড্রোনের ওড়াওড়ি প্যারিসবাসীকে নতুন করে ভাবনায় ফেলেছে।
তবে এই ঘটনায় আটক তিন সাংবাদিকের কোনো সম্পৃক্ততা নেই বলে প্রসিকিউশনের একজন মুখপাত্র জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, আটক তিন সাংবাদিকের মধ্যে একজন ড্রোন ওড়াচ্ছিলেন, একজন ভিডিও করছিলেন এব একজন তা দেখছিলেন।
আটক সাংবাদিকদের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হতে পারে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে আইন অনুযায়ী, অনুমতিহীন ড্রোন ওড়ালে এক বছরের কারাদণ্ড ও ৭৫ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সূত্র: এএফপি, বিবিসি