সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুদকের করা মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
মাহমুদুর রহমানের উপস্থিতিতে সোমবার দুপুরে ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।
পাশাপাশি আগামী ৫ মে এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় ২০১০ সালের ১৩ জুন মাহমুদুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে মাহমুদুর বলেন, “প্রধানমন্ত্রীর ছেলে ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহীর বিরুদ্ধে আমার দেশ পত্রিকায় দুর্নীতির প্রতিবেদন প্রকাশের জের ধরে এ মিথ্যা মামলা করা হয়েছে। সরকার তার নীলনকশা বাস্তবায়নের জন্য এ মামলাসহ আমার বিরুদ্ধে ৭০টি মামলা করেছে।”



