ঢাবিতে ছাত্রদল সন্দেহে তিন ছাত্রকে মারধর

SHARE

du logoছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে তিন ছাত্রকে মারধর করে পুলিশে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের দুইজন বর্তমানে শাহবাগ থানায় আছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ছাত্ররা হলেন- আসাদ (গণিত, ৪র্থ বর্ষ), হারুন (ইতিহাস, ৪র্থ বর্ষ)। বাকি জনের নাম জানা যায়নি। এদের মধ্যে আসাদ শহীদুল্লাহ হলের আর হারুনসহ অপরজন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ছাত্রদল সন্দেহে ওই তিনজনকে আটক করে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীর। পরে তাদেরকে ব্যাপক মারধর করে ছাত্রলীগের নেতারা।

পরে রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদেরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, রাতে শহীদুল্লাহ হল থেকে ছাত্রদল সন্দেহে কয়েকজনকে ধরে পুলিশে দিয়েছে হল ছাত্রলীগ। তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত না হলে ছেড়ে দেয়া হবে বলেও তিনি জানান।