দেশে এসেছে আরও ২০০ টন তরল অক্সিজেন

SHARE

ভারত থেকে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন দেশে এসেছে। আজ সোমবার দুপুরে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোলে পৌঁছায় বলে জানান স্টেশন মাস্টার সাইদুজ্জামান।

তিনি বলেন, গত জুলাই মাসে তিন ধাপে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ টন ও চলতি আগস্ট মাসে তিন ধাপে ৬১৬ টন মেডিকেল অক্সিজেন দেশে এসেছে। মোট এক হাজার ২১৬ টন তরল মেডিকেল অক্সিজেন দেশে এসেছে। এতে প্রায় ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

সাইদুজ্জামান আরও বলেন, অক্সিজেনবাহী ট্রেনটি ভারতের টাটানগর থেকে ছেড়ে এসে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে পৌঁছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।