আজ রাতেই বাংলাদেশ ছাড়ছে অস্ট্রেলিয়া

SHARE

বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেই নিজ দেশের উদ্দেশ্য উড়াল দেবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ম্যাচ শেষ হবার পরপরই হোটেলে ফিরে যাবেন তারা।

সেখানে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ দিবাগত রাত ১টায় ভাড়া করা বিশেষ বিমানে করে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন ম্যাথু ওয়েড-মিচেল স্টার্করা।

ইতোমধ্যে সেই বিমানটি ঢাকায় এসে পৌঁছেছে। সফরকারীরা সিরিজের প্রথম তিন ম্যাচ হেরে সিরিজ খুঁইয়েছে। যদিও চতুর্থ ম্যাচে জিতে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছে তারা।

সিরিজের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে আজ (৯আগস্ট) সন্ধ্যা ৬ টায়। গত ২৯ জুলাই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অজিরা বাংলাদেশে এসেছিলেন।

এদিকে শেষ টি-টোয়েন্টি খেলেই পরিবারের সঙ্গে দেখা করার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন সাকিব আল হাসান। আজ রাতেই দেশটির উদ্দেশ্যে উড়াল দেবার কথা রয়েছে তারও।

অস্ট্রেলিয়ার সিরিজের পরই কয়েকদিন বিশ্রাম দিয়ে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার জন্য প্রস্তুত হবেন টাইগাররা। ২৪ আগস্ট বাংলাদেশে আসার কথা রয়েছে কিউইদের।