সুচারুভাবে সরকারি কর্মকান্ড সম্পন্ন করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।
এ সময় প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উপস্থিতিতে ১০টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের চলতি বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রী সরকারের লক্ষ্য অর্জনে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে বলেন, বর্তমান সরকার জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমরা যে বাজেট প্রণয়ন করি, মানুষের উন্নয়নের জন্য যে কর্মসূচি গ্রহণ করি, যতো দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করতে হবে। কারণ মানুষের জন্যই তো আমাদের কাজ।