স্কটল্যান্ডের বিপক্ষে ১১৯ রানে জিতলো ইংল্যান্ড

SHARE

england230স্কটল্যান্ডকে ১১৯ রানে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারায় ফিরেছে আগের টানা ২ ম্যাচে হেরে ব্যাকফুটে থাকা ইংল্যান্ড। বাংলাদেশ সময় সোমবার ভোরে আইসিসি বিশ্বকাপ-২০১৫ এর পুল ‘এ’র গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড।

ওভালের ক্রাইস্টচার্চ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের সামনে ৩০৪ রানের টার্গেট দাঁড় করায় ইংলিশরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান করে তারা।

এদিকে ইংল্যান্ডের দেয়া ৩০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে ১৮৪ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। স্কটল্যান্ডের পক্ষে কালাম ম্যাকলেওড সর্বোচ্চ ৭১, প্রিস্টন মোমেসন ২৬ এবং ম্যাথিউ ক্রস ২৩ রান করেন।

ইংল্যান্ডের স্টিভেন ফিন ৩টি জেমস অ্যান্ডারসন, মঈন আলী ও ক্রিস ওকস ২টি করে এবং জো রুট ১টি উইকেট নেন।

আগের দুই ম্যাচে হেরে যাওয়া ইংল্যান্ডের টপঅর্ডাররা এদিন ব্যাটিংয়ে নেমে দলের পক্ষে উড়ন্ত সূচনা এনে দেন। ওপেনার ইয়ন বেল ৫৪ রানে আউট হলেও মুইন আলী তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১০৭ বলে ১২৮ রান।

এরপর অধিনায়ক ইয়ান মরগান দেখে শুনে খেলতে থাকলেও আর তেমন কেউ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন জস ডেভি।

ইংল্যান্ড দল : মঈন আলী, ইয়ান বেল, গ্যারি ব্যালেন্স, জো রুট, ইয়ন মরগান, জেমস টেইলর, জস বাটলার, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রোড, স্টিভেন ফিন ও জেমস অ্যান্ডারসন।

স্কটল্যান্ড : কায়েল কোয়েটজার, কালাম ম্যাকলেওড, ফ্রেডি কোলম্যান, ম্যাট ম্যাখান, প্রিস্টন মোমেসন, রিচি বিরিংটন, ম্যাথিউ ক্রস, জস ডেভি, মাজিদুল হক, অলাসদায়ির ইভান ও ইয়ান ওয়ার্ডল।