বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে ৩ গাড়িতে আগুন

SHARE

sultanaবিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও গণগ্রেপ্তারের মধ্যদিয়ে চলছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ ও হরতাল কর্মসূচি। অবরোধের ৪৮তম দিনে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে ২০ দল। রাজধানীসহ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাজধানীতে চারটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ককটেল বিস্ফোরণে আহত হয়েছে বেশ কয়েকজন। জয়পুরহাটে ১৪ দল আয়োজিত মিছিল পরবর্তী শান্তি সমাবেশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জেলা মহিলা লীগের সভানেত্রী রেবেকা সুলতানাসহ কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। সিলেট রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের মিছিলে ধাওয়া দেয়ার সময় আহত হয়েছেন ওসি নবীর হোসেন। চট্টগ্রামের মীরসরাইয়ে ৭টি পেট্রলবোমা ও ৫টি ককটেলসহ ১ যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গাজীপুর ডিসি অফিসের পাশ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এদিকে টানা অবরোধের পাশাপাশি দফায় দফায় হরতালে সারা দেশের সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী। দূরপাল্লার যানবাহন চলাচল একেবারেই সীমিত। তবে রাজধানীতে যানচলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে।
রাজধানীতে তিন গাড়িতে আগুন, গ্রেপ্তার ১০: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে রোববার রাজধানীতে তিন গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুরনো ঢাকায় মহানগর মহিলা কলেজের সামনে ককটেল বিস্ফোরণে কবি নজরুল কলেজের ছাত্রী শারমিন সুলতানা (১৮) গুরুতর আহত হয়েছেন। এছাড়া রাজধানীর বিভিন্ন্‌ এলাকায় বিক্ষিপ্তভাবে একাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরদিকে নাশকতার অভিযোগে র‌্যাব-পুলিশ অন্তত ১০ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকাল সাড়ে চারটার দিকে যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রাবাড়ীর সাইনবোর্ডের পাশে একটি পেট্রল পাম্পে ৬ নম্বর পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে কয়েকজন যুবক এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে এতে কেউ আহত হয়নি। অপরদিকে সকাল ১০টার দিকে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে একটি সিএনজিতে আগুন দেয়া দুর্বৃত্তরা। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীতে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-২ নম্বরে গ্রামীণ ব্যাংকের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ‘বৈশাখী’ বাসে দুইটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের চালক ইউনুস আলী আহত হয়েছেন। মিরপুর মডেল থানার এসআই মোয়াজ্জেম জানান, ঢাবি’র বৈশাখী নামে বাসটি কল্যাণপুর থেকে মিরপুর-১৪ নম্বরে যাচ্ছিল। মিরপুর-২ এর গ্রামীণ ব্যাংক ভবনের সামনে এলে দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে হরতালের সমর্থনে মিছিল থেকে ককটেল বিস্ফোরণে শারমিন সুলতানা গুরুতর আহত হয়েছেন। আহত শারমিন কবি নজরুল সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেলের স্প্রিন্টারে তার উরু ও বাহুতে জখম হয়েছে। শারমিনের মা লিমা আক্তার জানান, সূত্রাপুরের ফরাসগঞ্জের বাসা থেকে মেয়েকে নিয়ে কলেজে যাচ্ছিলেন তিনি। পথে হঠাৎ করে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। একটি ককটেল সরাসরি শারমিনের গায়ে এসে লাগে। ককটেলের আঘাতে তিনিও সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আশরাফ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি বাহাদুরশাহ পার্ক এলাকায় আসার সময় পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা ১১ টার দিকে পল্লবীর বাংলা স্কুলের সামনে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে কাওরানবাজার আন্ডারপাসের বাইরে ও ভেতরে পরপর সাতটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। ককটেল বিস্ফোরণে দুইজন পথচারী আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে। সন্ধ্যা সাতটার দিকে পুরানো ঢাকার নবাবপুর রোডের ডাচবাংলা ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণে দেলোয়ার হোসেন নামে এক দিনমজুর আহত হয়। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। দেলোয়ার জানান, তিনি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একটি ককটেল তার সামনে বিস্ফোরিত হলে তিনি আহত হন। এদিকে শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত নাশকতা বিরোধী ধারবাহিক অভিযানে ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে ৬ জন বিএনপির নেতাকর্মী ও দুই জন জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে জানা গেছে। এর বাইরে গতকাল দিনেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালের সামনের বস্তিতে অভিযান চালিয়ে ৯টি ককটেলসহ রাজীব নামে একজনকে আটক করেছে র‌্যাব-২ এর সদস্যরা।
মামলা ও গ্রেপ্তার: অবরোধ-হরতালকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ২০দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের হয়েছে। বিরোধীদলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি রওশন এরশাদের ময়মনসিংহ শহরের ‘সুন্দর মহল’-এর বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নুরুজ্জামানকে প্রধান আসামি করে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আওয়ামী লীগ অফিসে আগুন দেয়ার ঘটনায় বিএনপি ২৫ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। এদিকে অবরোধ-হরতালকে কেন্দ্র করে কক্সবাজার জেলা শিবিরের সভাপতি জাহেদুল ইসলাম নোমান, তানোর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. বদরুদ্দোজা রমজান, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও সদর থানা জামায়াতের আমীর রুহুল আমিন ও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিএনপি নেতা আহসান হাবিব সোনা, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলম হোসেন, গাইবান্ধার পলাশবাড়ী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লিটন, থানা ছাত্রদলের আহ্বায়ক মিনুসহ যশোরে ৪৯ জন, খুলনায় ২৬ জন, বগুড়ায় ২১ জন, গাজীপুরে ১০ জন, রংপুরে ১০ জন, কুষ্টিয়ায় ৯ জন, গাইবান্ধায় ৯ জন, গাইবান্ধার পলাশবাড়ীতে ৭ জন, দিনাজপুরে ৮ জন, সিরাজগঞ্জে ৪ জন, পঞ্চগড়ে ৫ জন, মেহেরপুরে ৩ জন, রাজশাহীতে ৪ জন, মেহেরপুরে ৪ জন, ফেনীতে ৬ জন, ফরিদপুরের বোয়ালমারীতে ৪ জন, মাগুরায় ৩ জন, দিনাজপুরে ২ জন, সিরাজগঞ্জে ২জনসহ সারা দেশে অন্তত ৩০০ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

অবরোধ-হরতালের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মিছিল করেছে ছাত্রদল। গতকাল ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান এক বিবৃতিতে জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় মিছিল করেছে ছাত্রদল। এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক, শামসুল আলম রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে আজিজ মার্কেট থেকে শাহবাগ, সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে বুয়েট শহীদ মিনার থেকে পলাশী, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, বুয়েট ছাত্রদলের সভাপতি কেএমএস মুসাব্বির শাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন গণিত ভবনের সামনে, যুগ্ম সম্পাদক বয়েজিদ আরেফিনের নেতৃত্বে কার্জন হলের সামনে, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম কবিরের নেতৃত্বে বঙ্গবাজার, সহ-সাধারণ সম্পাদক নোমান হাসনাতের নেতৃত্বে হুমায়ুন রোড, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে লক্ষ্মীবাজার মোড়, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের ব্যানারে বিশ্বরোড, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সজীবের নেতৃত্বে কাঁটাবনে, ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে উত্তরায় ছাড়াও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বকশীবাজার মোড়, কাঁটাবন, ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল, জয়পুরহাটের পাঁচুর মোড়, কক্সবাজার, পিরোজপুর, নরসিংদী, কুমিল্লা দক্ষিণ জেলা, কুড়িগ্রাম, দিনাজপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জের নিমগাছি কলেজ, বেলকুচি কলেজ, সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ, চৌহালী কলেজ সহ দেশের প্রায় সব জেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সিলেট অফিস জানায়, হরতাল-অবরোধের সমর্থনে সিলেটে মিছিল করেছে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাধিক গ্রুপ। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এসব মিছিল অনুষ্ঠিত হয়। বিকালে বারুতখানায় এলাকায় মিছিল করেছে মহানগর বিএপির নেতাকর্মীরা। মিছিলটি জেল রোড পয়েন্টের সামনে থেকে শুরু করে বারুতখানা পয়েন্টে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিফতা সিদ্দিকীর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. নাজমুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপি নেতা রুহুল কুদ্দুস হামজা প্রমুখ। বেলা ২টার দিকে জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে সংগঠনের কয়েকজন নেতাকর্মী চৌহাট্টা এলাকায় মিছিল বের করেন। তবে পুলিশ আসার আগেই তারা মিছিল শেষ করে চৌহাট্টা এলাকা ত্যাগ করেন। মিছিল থেকে খালেদা জিয়াকে মামলায় জড়ানো, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার প্রবেশে বাধা ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন মোহন, মুমিনুর রহমান তানিম, স্টেলিন তারিয়ান, সোহেল মাহমুদ, মির্জা জাহেদ, আবু হানিফ, আবুল হাসিম, সামসুল ইসলাম লেইছ, অলি চৌধুরী, মতিউর রহমান আফজল প্রমুখ। দুপুরে নগরীর মেন্দিবাগ এলাকায় মিছিল করেছে সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি মেন্দিবাগ এলাকা থেকে শুরু করে গ্যাস অফিসের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মীরসরাই প্রতিনিধি জানান, চট্টগ্রামের মীরসরাইয়ে ৭টি পেট্রল বোমা ও ৫টি ককটেলসহ ১ যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট কাঠবাজারের লিটনের দোকান থেকে এ পেট্রল বোমা ও ককটেলসহ রিপন (২১) নামের যুকবকে আটক করে।
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, গাজীপুর ডিসি অফিসের পাশ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে বালতির পানিতে ভিজিয়ে রেখে তা নিষ্ক্রিয় করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় মোকারিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুল ইসলাম (৪৮)সহ ৯ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। শনিবার সন্ধ্যার আগে জুনিয়াদহ ইউপির রনপিয়া গ্রামের একটি মসজিদ থেকে তাদের কে আটক করা হয়। আটককৃতরা- ভেড়ামারা উপজেলার জুনিয়াদয়া ইউনিয়নের ডা. আরশেদ আলী (৪৫), আব্দুল্লাহ (২৮), শহীদুল ইসলাম (৪২), শরিফুল ইসলাম (২৮), তুহিন (৩৬), আঃ রশিদ (৩৫), আবদুল্লাহ (৪২), তোজাম্মেল হক (৬৩)। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, আটককৃতরা প্রত্যকেই জামায়াতে ইসলামীর নেতাকর্মী।

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, জামায়াত-শিবিরকে বিভিন্ন নাশকতায় সহযোগিতা করার অভিযোগে জামায়াতের এক আইনজীবী ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ও রোববার সকালে দুইটি পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- অ্যাডভোকেট আহাম্মদুর রহমান রুমন (৪২), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শামসুদ্দিন চৌধুরী সানিন, আইন অনুষদের আহ্বায়ক আল-আমিন আজাদ ও শের-ই-বাংলা ফজলুল হক হলের যুগ্ম আহ্বায়ক মিঠু।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে শনিবার রাতে এক অভিযানে বিএনপি-জামায়াতের ৪ নেতাকে আটক করেছে যৌথবাহিনী। তারা হলেন- মেহেরপুর পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি সাহাব উদ্দীন, বিএনপি নেতা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুল আলম এবং সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিন। এদিকে ওই রাতে শ্রমিক নেতা সোনাকে আটক করে তারই প্রতিবাদে মেহেরপুর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সকাল সাড়ে দশটার দিকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার দুপুর পৌনে একটার দিকে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা শেষে সোনাকে ছেড়ে দেয় পুলিশ।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ও হরতাল আর টানা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া শহর ছাত্রদল। রোবববার সকাল ১০টায় শহরের কোর্ট স্টেশন এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। এদিকে জামায়াতের ৯ কর্মীকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
ফেনী প্রতিনিধি জানান, ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া করলে সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন আহত হয়েছে। পুলিশ মিছিল থেকে দাখিল পরীক্ষার্থী শাহাদাত হোসেনসহ ৬ জনকে আটক করেছে। রোববার দুপুরে উপজেলার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, রোববার দুপুরে হরতাল-অবরোধ সমর্থনে সোনাগাজী পৌর ও কলেজ ছাত্রদল একটি মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের জিরো পয়েন্টে পৌঁছলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ওসি নবীর হোসেনের হাতে আঘাত পেয়ে আহত হয়। পুলিশ মিছিল থেকে শাহাদাত হোসেন নয়ন নামে এক দাখিল পরীক্ষার্থীসহ ছয়জনকে আটক করেছে। আটক অন্যরা হলেন- সোনাগাজী ইউনিয়ন ছাত্রদল নেতা ফজলুর রহমান ফরহাদ (২২), টিপু সুলতান (২০), জামাশেদ আলম বাদশা, (১৮) জাহিদুল ইসলাম পিয়াস (১৭) ও আনোয়ারুল ইসলাম (১৪) ।
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান, কক্সবাজার জেলা শিবিরের সভাপতি জাহেদুল ইসলাম নোমানকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার রাত দশটার দিকে শহরের তারাবনিয়ারছরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোমান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। ডিবি পুলিশের ওসি আবুল হোসাইন শিবির নেতা নোমানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ছাত্রদলের এক নেতাসহ ১০ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর থানা এলাকা থেকে ছয়জন, টঙ্গী থানা এলাকা থেকে দুইজন, কালিয়াকৈর থানা এলাকা থেকে একজন এবং কালীগঞ্জ থানা এলাকা থেকে তুমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আশরাফুল ইসলামকে আটক করে। আটককৃত বাকিরাও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনায় ২০ দলীয় জোটের ঘোষিত হরতাল ঢিলেঢালাভাবে চলছে। রোববার রাতে বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরতালের সমর্থনে সকালে নগরীর দৌলতপুর ছাত্রশিবির ঝটিকা মিছিল বের করে।
ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডোমার সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজ ছাত্রদল। গতকাল সাড়ে ১১টায় ডোমার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়াছিন মোহাম্মদ মিথুনের নেতৃত্বে বিজ্ঞান ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল কলেজ চত্বর প্রদক্ষিণ করে অধ্যক্ষের কার্যলয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের পাঁচবিবিতে হরতালের সমর্থনে মিছিল করেছে ২০ দলের নেতাকর্মীরা। গতকাল হরতালের সমর্থনে দফায় দফায় ২০ দলীয় জোটের মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হরতালের চলাকালে কোন প্রকার ভারি যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ব্যাংক-বীমা, অফিস-আদালতের মূল ফটক বন্ধ রাখতে দেখা গেছে।
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি জানান, ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে রোববার সকালে মিছিল করেছে ছাত্রদল। শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাতেনখাঁর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদলের সভাপতি মাসিদুর রহমান মেনন, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নেতা মিন ফজলে আজিম, নবাবগঞ্জ সরকারি কলেজের সভাপতি হামিদুর রহমানসহ ছাত্রদলের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, দিনাজপুরে ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপের সময় এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ। অন্যদিকে গাড়িতে আগুন দেয়ার সময় আরেক শিবির কর্মীকে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গত রাত পৌনে ৮টায় দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী বিশ্ব রোডে একটি মালবাহী ট্রাকে পেট্রল বোমা ছুড়ে মারে শিবির। ট্রাকটি’র সামনের কিছু অংশ পুড়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া দিনাজপুর সরকারি কলেজ শাখার শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান শহর শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিককে আটক করে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশ ইউপি সদস্যসহ জামায়াতের ২ নেতাকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- জালালপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও জামায়াত নেতা আজমত আলী এবং গোপিনাথপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও ফরহাদ হোসেনের ছেলে আব্দুল হালিম।
তানোর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় কলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. বদরুদ্দোজা রমজানকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, তিনি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মামলার এজাহারভুক্ত আসামি। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালালমারী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়ন থেকে নাশকতা সন্দেহে শনিবার রাতে পুলিশ ৪ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার পরম্‌শ্েবদী গ্রামের মো. সাহিদ মোল্যা (৬০), মো. জালাল চাকলাদার (২৫), আকুবর চাকলাদার (৩৫) ও ময়েনদিয়া গ্রামের মো. ফারুক মিয়াকে (২৫) আটক থানা পুলিশ। রোববার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করে। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ওই চার জনকে নাশকতা সন্দেহে আটক করা হয় এবং ১৫১ ধারায় কোটে চালান দেওয়া হয়।
মাগুরা প্রতিনিধি জানান, ট্রাকে পেট্রোল বোমা হামলা মামলায় মাগুরা বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ। মাগুরা সদর থানার এসআই মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মাগুরা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস (৪৫)কে রাউতাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।