রাজধানীতে পেট্রলবোমায় দগ্ধ হেলপারের মৃত্যু

SHARE

pettrol bomaরাজধানীর রামপুরায় পেট্রলবোমায় দগ্ধ আলিফ পরিবহনের একটি বাসের হেলপার মো. বাপ্পী ১০ দিন পর মারা গেছেন। রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাপ্পীর পিতার নাম দুলাল মিয়া। নেত্রকোনার শ্রীরামপুরের মোহনগঞ্জে তাদের গ্রামের বাড়ি। ঢাকায় মিরপুর ১ নম্বরের দিয়াবাড়ি বালুর মাঠ এলাকায় তিনি থাকতেন।

গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় আলিফ পরিবহনের বাসটিতে কে বা কারা পেট্রলবোমা ছোড়ে মারে। এতে বাপ্পী দগ্ধ হন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বার্ন ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয়। আগুনে বাপ্পীর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়।