দেশে নাশকতা অনেক কমে এসেছে : আইজিপি

SHARE

shohidulপুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, প্রায় দুই মাস ধরে চলা টানা অবরোধ-হরতালের সময় নাশকতার অভিযোগে ৫০০ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বর্তমানে দেশে নাশকতা অনেক কমে এসেছে।

রোববার সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে ‘ট্রেনিং অন ট্রান্সপারেশন ক্রাইম সার্ক পার্সপেকটিভ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, নাশকতার অভিযোগে আটককৃত সবাই হরতাল-অবরোধ সমর্থক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

শহীদুল হক আরো বলেন, যারা নাশকতা করে তাদের জনগণ পছন্দ করেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সব স্তরের জনগণ সজাগ হলে এই নাশকতা দ্রুতই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

২১ দিনব্যাপী এ অনুষ্ঠানে পাকিস্তান, আফগানিস্তান ছাড়া সার্কভুক্ত সব দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।