পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে : আমু

SHARE

amuuuশিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশ যতই এগিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও ও সহিংসতা চালিয়ে দেশের উন্নয়ন ততই ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এ অপচেষ্টা কোনোদিনই সফল হবে না। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে।

তিনি আরো বলেন, খুব শিগগির গণবিরোধী অপশক্তি জনতার প্রতিরোধের কাছে পরাজিত হবে। শান্তিপ্রিয় জনগণের জয় হবেই।

রোববার দুপুরে ধানমন্ডির বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) ক্যাম্পাসে আয়োজিত পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

আমু বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সরকারের রাজনৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সরকার এ লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা কৃষির আধুনিকায়নের পাশাপাশি টেকসই ও পরিবেশবান্ধব শিল্পখাত গড়ে তোলার অভিপ্রায়ে কাজ করে যাচ্ছি।

বিআইএম এর মহাপরিচালক মোহাম্মদ আতোয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।