পদ্মায় লঞ্চডুবি : শিশুসহ পাঁচজনের মৃত্যু

SHARE

lonch22দুই শতাধিক যাত্রী নিয়ে পদ্মা নদীতে এমভি মোস্তফা নামে এক লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। উদ্ধার হওয়া শিশুটিকে হাসপাতালে নেওয়া পর মারা যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে মাওয়া ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে রোববার বেলা ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সারবাহী কার্গোর ধাক্কায় এমভি মোস্তফা নামে ওই যাত্রীবাহী লঞ্চটি দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়।

পাটুরিয়া ঘাট শাখার বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা এমভি মোস্তফা নামের একটি যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি সারবাহী কার্গো।

এতে লঞ্চটি ডুবে যায়। তবে লঞ্চে কত জন যাত্রী ছিল তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই শতাধিক যাত্রী ছিল।