বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ্ন প্রকাশ করেছে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট (ইপি) প্রতিনিধি দল।
এ ছাড়া বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দলের বক্তব্য সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
বর্তমানে ক্রিশ্চিয়ান ড্যান প্রিডার নেতৃত্বে ছয় সদস্যের ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট (ইপি) প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন।
ইপি প্রতিনিধি দল প্রধান ক্রিশ্চিয়ান ড্যান প্রিডা সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। আমরা এই জন্যই বাংলাদেশে এসেছি।”
তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বুধবার তাদের সম্পর্কে দেয়া বক্তব্যে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। এ সময় প্রতিনিধিদলের হাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্য সংবলিত একটি ইংরেজি দৈনিকের কপি দেখতে পাওয়া যায়।
এদিকে, মানবাধিকার কমিশন সূত্র জানায়, জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বুধবার দেয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রতিনিধি দল এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, তা আমাদের বৈঠকে পর্যন্ত প্রভাব ফেলেছে।