জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে ঢাকায় আসছের ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা। আগামী শুক্রবার রাতে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিরীন শারমিন জানান, ব্যারোনেস ডি সুজা দুই দিনের সফরে ঢাকা আসবেন।
সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী জানিয়েছেন, একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যারোনেস শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করবেন। শনিবার বিকেলে চারটায় সংসদ ভবনের বাংলাদেশের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
এছাড়াও লর্ডস স্পিকার জাতীয় সংসদের অধিবেশন কক্ষ এবং লাইব্রেরিসহ সংসদ ভবনও ঘুরে দেখবেন বলে জানান প্রণব চক্রবর্তী।