আশুলিয়ায় শ্রমিদের মানববন্ধন

SHARE

mano18শিল্পাঞ্চল আশুলিয়ায় নিয়ম বহির্ভূত শ্রমিক ছাটাই বন্ধের দাবিতে মানববন্ধন পালন করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার দুপুরে নবীনগর চন্দ্র মহাসড়কের আশুলিয়া প্রেস ক্লাবের সামনে সনিয়া ফাইন নিট নামে একটি পোশক শ্রমিকদের নিয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ব্যানারে এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেয়া শ্রমিকরা জানান, গত ১২ ডিসেম্বর হঠাৎ করে প্রায় শতাধিক শ্রমিককে কারখানায় কাজ না থাকার বরাত দিয়ে ছাটাইয়ের কথা জানানো হয়। তবে নিয়মিতভাবে কারখানার কাজ চলতে থাকলে ছাটাইকৃত শ্রমিকরা চাকরি পুণর্বহালের দাবি চালিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করেনি বলে শ্রমিকরে পক্ষ থেকে জানানো হয়।

নতুন বার্তা/এএস

সাভার: শিল্পাঞ্চল আশুলিয়ায় নিয়ম বহির্ভূত শ্রমিক ছাটাই বন্ধের দাবিতে মানববন্ধন পালন করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার দুপুরে নবীনগর চন্দ্র মহাসড়কের আশুলিয়া প্রেস ক্লাবের সামনে সনিয়া ফাইন নিট নামে একটি পোশক শ্রমিকদের নিয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ব্যানারে এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেয়া শ্রমিকরা জানান, গত ১২ ডিসেম্বর হঠাৎ করে প্রায় শতাধিক শ্রমিককে কারখানায় কাজ না থাকার বরাত দিয়ে ছাটাইয়ের কথা জানানো হয়। তবে নিয়মিতভাবে কারখানার কাজ চলতে থাকলে ছাটাইকৃত শ্রমিকরা চাকরি পুণর্বহালের দাবি চালিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করেনি বলে শ্রমিকরে পক্ষ থেকে  জানানো হয়।