বিশ্বে করোনায় মৃত্যু ৩২ লাখ ১৬ হাজার ছাড়াল

SHARE

করোনা ভাইরাসে বিশ্বে ৩২ লাখ ১৬ হাজার বেশি মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৩৪ লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সোমবার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ৩৪ লাখ ৮১ হাজার ৬১৩ জন। এর মধ্যে মারা গেছেন ৩২ লাখ ১৬ হাজার ২১৪ জন।
আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৩ কোটি ৭ লাখ ৯১ হাজার ৬৪৬ জন।