পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, “আমার সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপ হয়েছে। সরকার এই পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম। সরকার কোনো সন্ত্রাসী দলের সঙ্গে আলোচনায় বসবে না। কোনো ধরনের সংলাপের প্রশ্নই আসে না। কোনো খুনির সঙ্গে সংলাপ করতে চাই না।”
সহিংসতা বন্ধ ও রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনুষ্ঠানিক চিঠি দেয়ার প্রতিক্রিয়ায় বুধবার সকালে তার কার্যালয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, “চিঠিতে জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে বলেছেন, তিনি (প্রধানমন্ত্রী) এই সমস্যা সমাধান করতে পারবেন বলে বান কি মুন বিশ্বাস করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যেন কোনো পরিস্থিতির উদ্ভব না হয় এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন জাতিসংঘ মহাসচিব। প্রয়োজনে জাতিসংঘ সহায়তা করতে প্রস্তুত রয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে তিনি (জাতিসংঘ মহাসচিব) অদূর ভবিষ্যতে বাংলাদেশে আসতে পারে