শুরু হয়েছে পোশাক শিল্প উদ্যোক্তাদের প্রতিকী অনশন।
শনিবার সকাল ১১টা থেকে জাতীয় সংগীতের মাধ্যমে বিজিএমইএ ভবনের সামনে এই প্রতিকী অনশন কর্মসূচি শুরু হয়।
চলমান রাজনৈতিক অচলাবস্থা এবং বিদ্যমান সংকট নিরসনে এ প্রতিকী অনশন করছে পোশাক খাতের এই সংগঠনগুলো।
বিজিএমইএ, বিকেএমইএ, এবং বিটিএমএ সহ পোশাক খাতের সংশ্লিষ্ট সংগঠন সমূহ এই প্রতিকী অনশনে অংশ নিয়েছে। অনশন সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানা গেছে।
অনশন কর্মসূচিতে উপস্থিত আছেন, বিজিএমই এর বিপিও সহ-সভাপতি এম এ মান্নান কচি, বিকেএমইএর ভারপ্রাপ্ত সহ-সভাপতি আসলাম আলী, এবং বাংলাদেশ প্লাস্টিক এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিনসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।