নির্বাচন প্রত্যাখান করা নিজেদের ইচ্ছা: ইসি সচিব

SHARE

কেউ নির্বাচন প্রত্যাখান করলে তা তাদের নিজেদের ইচ্ছা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব। পঞ্চম দফায় অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খোন্দকার।

এ সময় তিনি আরও বলেন, ‘কমিশন চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।’ পৌরসভা নির্বাচনে অনিয়মের কোনও অভিযোগ পেলে কমিশন তা তদন্ত করবে বলেও মন্তব্য করেন ইসি সচিব।

এর আগে, দেশের ২৯টি পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চম ধাপের নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। দেশের ২৯টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ১৪ হাজার ২৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৭ হাজার ৭৭৫ জন, নারী ভোটার ৭ লাখ ২৭ হাজার ২৯৭ জন।

২৯ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ১০০ জন, ৩০০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৩১৮ জন এবং ১০০টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ছিলেন ৩৬৬ জন।