ঝালকাঠিতে জেএমবির ৫ সদস্যের মৃত্যুদণ্ড

SHARE

jmb11ঝালকাঠিতে বোমা হামরায় ২ বিচার হত্যা মামলা পরিচালনাকরী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হায়দার হোসেন হত্যা মামলার রায়ে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৫ সদস্যকে মৃত্যদণ্ডাদেশ দিয়েছে আদালত।

ঝালকাঠি অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালতের বিচারক আব্দুল হালিম বুধবার এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- আমিনুল ওরফে আমির হোসেন, মেহেদী হাসান ওরফে তানভীর, মুরাদ হোসেন, বিল্লাল হোসেন ও ছগির হোসেন। এদের মধ্য প্রথম ২ জন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকী ২ জন পলাতক।
২০০৭ সালের ১১ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে শহরের কবরস্থান মসজিদের পাশে দুর্বৃত্তরা সাবেক পিপি হায়দারকে গুলি করে হত্যা করে। নামাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এ ঘটনায় হায়দার হোসেনর ছেলে তারেক বীন হায়দার ঝালকাঠি থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
সিআইডি পুলিশের উপ-পরিদর্শক মোশরারফ হোসেন জেএমবির ৫ জঙ্গীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।