আমেরিকায় অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথে নেমে কথা বলার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে হরতালবিরোধী এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ওই মানববন্ধনে বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে উদ্দেশ করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া বলেন, “বিদেশে বসে মাতবরি করছেন কেন? খোকা ভাই, ঢাকায় আসেন। রাজপথে আসেন মোকাবেলা করি। কাপুরুষের মত বিদেশ থেকে কথা বলছেন কেন? জনগণের কাতারে দাঁড়ান। রাজপথে নেমে কথা বলেন।”
বুদ্ধিজীবীদের সমালোচনা করে মায়া বলেন, “সংলাপ সংলাপ করে কোনো লাভ হবে না। ২০১৯ সালের এক ঘণ্টা আগেও নির্বাচন হবে না।”
‘দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী কেউ রেহাই পাবে না’ উল্লেখ করে মায়া বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করার সঙ্গে যুক্ত তারা কেউ রেহাই পাবেন না। সকলকে একই দড়িতে বেঁধে শাস্তি দেয়া হবে।”
আওয়ামী সমর্থক জোটের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।