উপবৃত্তির আওতায় আসছে উচ্চ মাধ্যমিকের ১৭ লাখ শিক্ষার্থী

SHARE

hsc10উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রকল্পসহ ৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রকল্প ৬টি বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৩৪৭ কোটি ৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৫১২ কোটি ৭৫ লাখ টাকা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব সফিকুল আজমসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, উচ্চ মাধ্যমিকের ১৭ লাখ শিক্ষার্থী এ উপবৃত্তি কর্মসূচির আওতায় আসবে। বিজ্ঞান বিভাগের জন্য মাসিক ১৭৫ টাকা টিউশন ফি, বই কেনার জন্য এককালীন ৭০০ টাকা ও পরীক্ষার ফির জন্য ৯০০ টাকা দেয়া হবে। অন্য বিভাগগুলোতে মাসিক ১২৫ টিউশন ফি, বই কেনার জন্য এককালীন ৬০০ ও পরীক্ষার ফির জন্য ৬০০ টাকা দেওয়া হবে।