উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রকল্পসহ ৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রকল্প ৬টি বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৩৪৭ কোটি ৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৫১২ কোটি ৭৫ লাখ টাকা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব সফিকুল আজমসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, উচ্চ মাধ্যমিকের ১৭ লাখ শিক্ষার্থী এ উপবৃত্তি কর্মসূচির আওতায় আসবে। বিজ্ঞান বিভাগের জন্য মাসিক ১৭৫ টাকা টিউশন ফি, বই কেনার জন্য এককালীন ৭০০ টাকা ও পরীক্ষার ফির জন্য ৯০০ টাকা দেয়া হবে। অন্য বিভাগগুলোতে মাসিক ১২৫ টিউশন ফি, বই কেনার জন্য এককালীন ৬০০ ও পরীক্ষার ফির জন্য ৬০০ টাকা দেওয়া হবে।