বার্ন ইউনিটে ইইউ প্রতিনিধি দল

SHARE

euঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে গেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরো মায়াদুরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি মঙ্গলবার সকাল নয়টায় বার্ন ইউনিটে পৌঁছান।

সকাল পৌনে ১১টার দিকে তারা চলে যান। প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন ড. পিয়েরো ল্যামবার্ট ও অলিভিয়ার ব্রাউন্ট।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক মো. নুরুল হক তাদের সঙ্গে ছিলেন।

ইউরোপিয়ান প্রতিনিধি দল চলে যাওয়ার পর নুরুল হক  জানান, প্রতিনিধি দলের সবাই বার্ন ইউনিটে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। তাদের কষ্ট দেখে ব্যথিত হয়েছেন। এ সময় রোগীদের কোনো সাহায্য প্রয়োজন কিনা তাও জানাতে চান প্রতিনিধি দলের সদস্যরা।

পরে রোগীদের সুষ্ঠুভাবে চিকিৎসা দেয়ায় প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।