সুইস ব্যাংকের অ্যাকাউন্টধারীদের বিষয়ে তদন্ত করবে ভারত

SHARE
সোমবার ২০০৬-০৭ সালের অ্যাকাউন্টধারীদের তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ডের এইচএসবিসি ব্যাংক।নতুন এই তালিকায় বিশ্বের প্রায় ২০০ দেশের অ্যাকাউন্টধারীদের নাম প্রকাশ করা হয়, যাদের জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার।
অ্যাকাউন্টধারীদের গোপন তথ্য পর্যালোচনার মাধ্যমে আন্তর্জাতিক সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসরটিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) এক প্রতিবেদনে দাবি করেছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টধারীদের মধ্যে ১১৯৫ জন ভারতীয় নাগরিক। তাদের অ্যাকাউন্টে জমা আছে ২৫ হাজার ৪২০ কোটি রুপি। এদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী, রাজনীতিক ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
২০১১ সালে সুইজারল্যান্ড সরকার প্রকাশিত এক তালিকায় বলা হয়, ৬২৮ জন ভারতীয় সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন। কিন্তু আইসিআইজের দাবি, বর্তমানে সেই সংখ্যা দ্বিগুণ হয়েছে।
ভারতের একটি পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, নতুন এসব অ্যাকাউন্টের সত্যতা যাচাই করে দেখা হবে।
অরুণ জেটলি বলেন, ‘৬-৭ মাসের সর্বাত্মক চেষ্টার পর ভারত থেকে অর্থ পাচারকারী ৬০ নাগরিকের পরিচয় প্রকাশ করেছে কর বিভাগ। এই তালিকাভুক্তদের ব্যাপারে সরকার অবগত রয়েছে। এর বাইরে থাকা অর্থ পাচারকারীদেরও খুঁজে বের করা হবে।’
তিনি আরো বলেন, ‘গত মাসে  সুইজারল্যান্ডের অর্থমন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয়েছে। তারা কালো টাকা সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
তবে ঠিক কবে নাগাদ নতুন তালিকার অ্যাকাউন্টধারীদের বিষয়ে তদন্ত শুরু হবে তা নির্দিষ্টভাবে জানাননি অরুণ জেটলি। সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস