বেশি ‘স্মাইলি’ মানেই যৌনতার রমরমা!

SHARE

smileআপনি কি মেসেজ টাইপ করার সময় বেশি ইমোজি (প্রচলিত কথায় ‘স্মাইলি’) ব্যবহার করেন? বেশির ভাগ সময় শব্দ প্রয়োগ এড়িয়ে ইমোজি প্রয়োগেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? তাহলে অন্য অনেকের থেকেই আপনার যৌন খিদে বেশি। এই তথ্য বলছে, সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্ট। দুনিয়ায় চাঞ্চল্য ফেলে দেওয়া ওই রিপোর্ট বলছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যেকোনো সোশ্যাল মিডিয়ায় মেসেজ টাইপ করার সময় যারা বেশি করে ইমোজি বা স্মাইলি ব্যবহার করেন, তাদের শরীরী চাহিদা বেশি হয়।

কিছু কথা বোঝাতে খুব মুশকিলে পড়তে হয়। অনেক ক্ষেত্রে বহু শব্দ প্রয়োগ করেও ঠিক মনের ভাব প্রকাশ করা যায় না। তখন অনেকেই ইমোজি-র সাহায্য নিয়ে মনের ভাব খুব সহজ উপায়ে প্রকাশ করে ফেলেন। ইমোজি ব্যবহারের প্রবণতার উপর সম্প্রতি একটি সমীক্ষা চালান নিউ জার্সির রুটজার্স বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল অ্যানথ্রপোলজিস্ট হেলেন ফিশারের নেতৃত্বে একদল গবেষক। বৃটিশ ম্যাগাজিন ‘টাইম’-এ তাদের গবেষণার ফল প্রকাশিত হয়েছে। ফিশার জানিয়েছেন, ই-মেল বা টেক্সট-এ অনেক সময় মনে ভাব বহু শব্দ ব্যয় করেও প্রকাশ করা যায় না। ইমোজি সেই দূরত্ব এক মুহূর্তেই সরিয়ে দেয়। দেখা গিয়েছে, ২০১৪ সালে ইমোজি ব্যবহারকারীদের মধ্যে ৫৪ শতাংশ মানুষ যৌন মিলন উপভোগ করেছেন। সেখানে ৩১ শতাংশ সিঙ্গল (সঙ্গী বা সঙ্গিনী নেই) রতিসুখে লিপ্ত হননি।

ফিশারের কথায়, ‘যে সব মহিলারা চ্যাট করার সময় কিস ইমোজি বেশি ব্যবহার করেন, তারা চেনা সঙ্গীর সঙ্গে খুব তাড়াতাড়ি যৌন তৃপ্তির শীর্ষবিন্দুতে পৌঁছে যেতে পারেন।’