আবার পেছাল এসএসসি পরীক্ষা

SHARE

s s cশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, “৮ ফেব্রুয়ারি রোববারের এসএসসি পরীক্ষা (ইংরেজি প্রথম আবশ্যিক) ১৩ ফেব্রুয়ারি শুক্রবার এবং ১০ ফেব্রুয়ারি মঙ্গলবারের পরিবর্তে ১৪ তারিখ শনিবার (ইংরেজি দ্বিতীয় পত্র আবশ্যিক) অনুষ্ঠিত হবে।

শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে নাহিদ বলেন, “আমরা আশা করছিলাম তাদের মনে চেতনা জাগ্রত হবে, বোধ জাগ্রত হবে যাতে তারা বাচ্চাদের পরীক্ষার মধ্যে হরতাল দেবে না। এটা একাটা নিষ্ঠুর কাজ। কিন্তু তারা তা মানেনি।”
তিনি বলেন, “পেট্রলবোমায় যাদের মৃত্যু হচ্ছে তাদের কী করুণ পরিস্থিতি সুষ্টি হয়েছে।”
নাহিদ বলেন, “কোনো দল হিসেবে নয়, জাতি হিসেবে বলছি নতুন প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করবেন না। আমাতের ছেলেমেয়েদের ক্ষতি করবেন না। জাতির অগ্রগতির জন্য অন্তত বাচ্চাদের পরীক্ষার সুযোগ দিন। দয়া করে বাচ্চাদের সুযোগ দিন।” আমরা আাবেদন করছিলাম কিন্তু তারা শোনেনি বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, “হরতালের মধ্যে পরীক্ষা আমরা নেব কি না সেটাই হলো বিষয়। আমাদের ছেলে-মেয়েদের এমন এক হিংস্রতার মধ্যে ঠেলে দিতে পারি না আমরা।”
নাহিদ বলেন, “দয়া করে পরীক্ষার আগে দুই ঘণ্টা এবং পরে দুই ঘণ্টা আমাদের ছাড় দিন। এতটুকু আমরা সর্বশেষ দাবি জানাচ্ছি।”