গণতন্ত্র উদ্ধারের নামে যে আন্দোলন, তা অসাড়: মিজান

SHARE

mizanur27জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, “আমরা সাধারণত সরকারের দিক থেকে মানবাধিকার নিয়ে শঙ্কিত থাকি, কিন্তু এখন যা ঘটছে, তা ভিন্ন। অগণতান্ত্রিক পন্থায় গণতন্ত্র অর্জন সম্ভব নয়। গণতন্ত্র উদ্ধারের নামে যে আন্দোলন চলছে, তা অসাড়।”

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সংঘাত নয় সমঝোতা, সহিংসতা নয় শান্তি’ শীর্ষক একটি সেমিনারে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান বলেন, “রাষ্ট্রীয় কাঠামোতে আঘাতকারী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না, তবে নির্বাচনব্যবস্থার সমস্যা সমাধানে আলোচনা হতে পারে।”

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “নিরাপত্তার জন্য আপনাদের বুলেটপ্রুফ গাড়ি আছে। গরিব মানুষ সিএনজি অটোরিকশায় চলাচলের নিরাপত্তা চায়। আমার চলার স্বাধীনতার জন্য লাইসেন্সের প্রয়োজন নেই। এটা আমার অধিকার।”

মিজান বলেন, “এটি রাজনীতি নয়, সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ। এ ক্ষেত্রে রাষ্ট্র তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারেনি।”

সেমিনারের আয়োজক ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রাইটস অরগানাইজেশন।