পিরোজপুরের স্বরুপকাঠিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু নামের একজন যুবক নিহত হয়েছেন। পুলিশ তাকে জামায়াত কর্মী দাবি করলেরও জামায়াত নেতারা জানিয়েছেন বাচ্চু তাদের কর্মী না।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১১টায় আউরিয়া গ্রামের আ. জব্বারের ছেলে বাচ্চুকে জগৎপট্টি থেকে আটক করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী জামায়াত নেতা মাওলানা দেলোয়ারকে আটক করে পুলিশ।
গভীর রাতে ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে বাচ্চুকে নিয়ে নাশকতাকারীদের ধরতে অভিযানে নামে পুলিশ। স্বরুপকাঠি বাসস্টান্ডে পৌঁছলে নাশকতার উদ্দেশে একত্রিত হওয়া ২০ দলীয় জোটের সমর্থকরা বাচ্চুকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে বাচ্চু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্বরুপকাঠি উপজেলা শিবির সভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন, “জামায়াত নেতা মাওলানা দেলোয়ারকে পুলিশ বিনা কারণে আটক করেছে।”
বাচ্চু নামে শিবিরের কোনো কর্মী নেই বলেও জানান জাকির।